শিক্ষক ও শিক্ষিত সমাজঃ
- sroycomputer

- Sep 5, 2019
- 2 min read
আজ অনেকেই হয়ত তাদের সকল শিক্ষকদের নামটুকুও মনে রাখেননি। তা সত্যি এক কষ্টকর ব্যপারও বটে। আজকাল প্রতিটি শিক্ষাবর্ষে কতজন শিক্ষক কতকি শিক্ষাদান করেন শিক্ষার্থীর অভিভাবকেরাও জানেন না। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মিলিয়ে প্রায় শত খানেক শিক্ষা গুরুর শিক্ষা দানের মাঝে গড়ে উঠে আমাদের শিক্ষিত মনন। কিন্তু আমরা হারিয়ে ফেলি আমাদের আনন্দের প্রতিটি মুহূর্তের ছুঁয়া। ভুলে যাই আামাদের সকল শিক্ষকদের। চাকুরির নেশায় মত্ত হয়ে গালি গালাচে নেমে পরি রাস্তায়। আর বস্তা পচা শ্লোগান তোলে নিজেদের শিক্ষার মায়া কান্নায় রাস্তা ভাসাই। আমরা শিক্ষিত আামাদের চাকুরি দাও। কিন্তু নিজেদের শিক্ষকদের অপদার্থ বলতে আমাদের এতটুকুও সংকোচ বোধ হয়না। আমাদের ত্রিপুরার শিক্ষকদের পূর্বতন বামফ্রন্ট সরকার ১০৩২৩ এর ব্রেন্ডে রূপান্তরিত করেছে। এখন আর কেউ তাদের শিক্ষক বলেন না, কেউ তাদের আর যোগ্য বলে মনে করেন না। সত্যি দুঃখ হয়। আমার বন্ধু বান্ধবীদের অনেকেই ঐ সময় সেই চাকুরিগুলি পেয়েছিল। শিক্ষকতার জন্য তারা যথেষ্ট যোগ্য। কিন্তু তারাও আজ ১০৩২৩। বর্তমান(জোট) সরকার তাদের Ad Hoc Teacher বলে চালিয়ে যাচ্ছেন। কিন্তু সামনের মার্চ মাস অব্দি তাদের মেয়াদ। তারা তারপর কি করবেন কে জানে?
মাঠঘাট সরগরম করে যে শিক্ষকদের চাকুরির জন্য আন্দোলন করিয়ে ছিলেন আজ তারা দিশেহারা। দুঃখজনক! শিক্ষকদের আবার অশিক্ষক বানানোর চেষ্টাও হয়েছিল। কিন্তু সফল হওয়া গেলনা।
সর্বশিক্ষার শিক্ষকদের হাকিকতও তেমন ভালোনা। তারা তাদের নার্য্য পাওনা পাওয়ার জন্য আবার গুনগুন শুরু করেদিয়েছেন। তারাও চুক্তিতে আবদ্ধ। কিন্তু তাদের অবস্থাটা ১০৩২৩ থেকে কিছুটা হলেও ভালো।
আমি কম্পিউটার ফ্যাকাল্টির জন্য চুক্তিবদ্ধ শিক্ষকতা করেছি পাঁচটি বছর। ২০০৮ থেকে ২০১৩ সাল। প্রথম জগৎপুর উচ্চ বিদ্যালয় ও পরে মোহনপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। শিক্ষকতার চেষ্টা করেছি, অনেকাংশে সফলতাও পেয়েছি। বেতন ১৯৫৪ টাকা। পরে আন্দোলন করে সেটা ৫০০০ টাকা করা হলেও একাউন্টে সম্পূর্ণ টাকা পাইনি। অনেক আন্দোলন করেছি কিন্তু সফলতা পাইনি মানে সরকারিভাবে নিযুক্তি পাইনি। আমাদের সাথেও অনেক রাজনীতি হয়েছে। তবুও শিক্ষক হিসাবে গর্ব অনুভব করি। শিক্ষক সমাজের অনুপ্রেরণা, তাই সমাজকে শিক্ষিত করে তোলার জন্য চেষ্টা করি।
আজকের এই পবিত্র দিনে সমাজের প্রতিটি অংশের মানুষের কাছে অনুরোধঃ
শিক্ষকদের প্রাপ্য সন্মানটুকু দেওয়া হওক। তাদের ১০৩২৩ বা অযোগ্যতার বিশেষণে অলংকৃত না করলে সমাজ উপকৃত হবে। শিক্ষকদের নিয়ে রাজনীতিকরন বন্ধ হওক। প্রত্যেকেই নিজের শিক্ষকদের মনে রাখার চেষ্টা করুন।
সরকারের উদ্দেশ্যে বলছি অযোগ্যদের শিক্ষকতার কাজে নিযুক্ত করা বন্ধ হওক।
শিক্ষকরা শিক্ষাকে বানিজ্যিকরন বন্ধ করুন।
🏵আমার সকল শিক্ষক শিক্ষিকাদের প্রনাম।
🌼ছাত্র ছাত্রীদের আশীর্বাদ ও ভালোবাসা।
🌼🌼শুভ শিক্ষক দিবস।🌼🌼
সুবীর রায়।








Comments